Khoborerchokh logo

আজ থেকে বঙ্গবন্ধু সেতুতে নতুন টোলহার কার্যকর 94 0

Khoborerchokh logo

আজ থেকে বঙ্গবন্ধু সেতুতে নতুন টোলহার কার্যকর

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি জ্বালানী তেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির পাশাপাশি ব্রীজ পারাপারের টোল হার বৃদ্ধি করেছে সংশ্লীষ্ট কর্তৃপক্ষ । প্রায় এক দশক পরে বৃদ্ধি পেল বঙ্গবন্ধু সেতুর টোলহার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১২টার পর থেকে এই নতুন টোলহার কার্যকর হবে। বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি মুক্তারপুর সেতুতেও বৃহস্পতিবার থেকে নতুন টোলহার কার্যকর হবে।
চলতি মাসের দুই তারিখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ দুই সেতুর টোলহার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। তবে সফটওয়ার হালনাগাদ না হওয়ায় নতুন টোলহার আদায় করা সম্ভব হয়নি। পরে বুধবার (১৭ নভেম্বর) টোলহার পুনর্নিধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু সেতুতে ১০ টাকা বাড়িয়ে মোটরসাইকেলের টোল ৫০ টাকা, হালকা যানবাহনের (কার, জিপ) টোল ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা, ১০০ টাকা বাড়িয়ে মাইক্রো, পিকআপের মতো হালকা যানবাহনের টোলহার পুনর্নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এছাড়া ১০০ টাকা বাড়িয়ে ছোট বাসের (সর্বোচ্চ ৩১ আসন) ৭৫০ টাকা আর বড় বাসের টোল ১ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। ছোট (৫ টন) আর মাঝারি (৮ টন) ট্রাকের টোল বেড়েছে ১৫০ টাকা করে।
এছাড়াও ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) থেকে ১ হাজার টাকা ও মাঝারি ট্রাক (৫-৮ টন) থেকে ১ হাজার ২৫০ টাকা টোল আদায় করা হবে। ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল পুনর্নিধারণ করা হয়েছে ১৬০০ টাকা। অন্যদিকে ট্রাক ও ট্রেইলারের এক্সেল লোড হিসাবে ধরে যানবাহনের তিনটি নতুন শ্রেণি তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন এক্সেলের ট্রাক থেকে ২ হাজার টাকা, চার এক্সেলের ট্রেইলার থেকে ৩ হাজার টাকা ও চার এক্সেলের বেশি ট্রেইলারের জন্য ৩ হাজার টাকার পাশাপাশি বাড়তি প্রতি এক্সেলের জন্য ১ হাজার টাকা করে টোল আদায় করা হবে। আর সেতু দিয়ে ট্রেন চলাচলের জন্য বার্ষিক ট্যারিফ ৫০ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
অন্যদিকে মুক্তারপুর সেতু পারাপারের ক্ষেত্রে তিন চাকার ভ্যান ও মোটরসাইকেল থেকে ১৫ টাকা, তিন চাকার সিএনজি অটোরিকশা থেকে ৩০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রোবাস থেকে ৫০ টাকা, ছোট বাস থেকে ১৫০ টাকা, বড় বাস থেকে ২৫০ টাকা টোল আদায় করা হবে। একইভাবে ছোট ট্রাক (পাঁচ টন) থেকে ২০০ টাকা, পাঁচ থেকে আট টনের মাঝারি ট্রাক থেকে ২৫০ টাকা, আট থেকে ১১ টনের মাঝারি ট্রাক থেকে ৬০০ টাকা আদায় করা হবে।
অন্যদিকে ট্রাক ও ট্রেইলারের এক্সেল লোড হিসাবে ধরে যানবাহনের তিনটি নতুন শ্রেণি তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন এক্সেলের ট্রাক থেকে ৮০০ টাকা, চার এক্সেলের ট্রেইলার থেকে ১ হাজার টাকা এবং চার এক্সেলের বেশি ট্রেইলারের জন্য ১ হাজার টাকার পাশাপাশি বাড়তি প্রতি এক্সেলের জন্য ৫০০ টাকা করে টোল আদায় করা হবে। মুক্তারপুর সেতুর টোলহার নির্ধারণ করা হয় ২০০৮ সালে। এরপর এই প্রথমবার বাড়ছে সেতুটির টোল।
মূলত ১৯৯৭ সাল থেকে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় হয়ে আসছে। প্রথমবারের মতো ২০১১ সালে সেতুর টোলহার ১৭ শতাংশ বৃদ্ধি করা হয়। ফের টোলহার বৃদ্ধি পেল চলতি বছরে। এবারও ১৭ শতাংশ টোলহার বৃদ্ধি করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com